Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Itna upazilla ICT meeting resolution october,2019
Details

উপজেলা আইসিটি কমিটির সভা 2৮.১০.১৯ তারিখ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি উপস্থিত সদস্যগণকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। সভাপতি সরকারি যে কোন সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকগণের যাতে সময়,খরচ ও পরিদর্শন কম হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সকল উপজেলার আইসিটি সদস্যবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করেন।  সহকারী প্রোগ্রামার ইটনা উপজেলার  আইসিটির উন্নয়নের জন্য বিভিন্ন মতামত উপস্থাপন করেন।সভায় উপস্থিত সদস্যগণ তাদের গৃহীত সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং আলোচনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়। 

Publish Date
13/11/2019
Archieve Date
31/12/2019